Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৪

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের শোক প্রকাশ


প্রকাশন তারিখ : 2024-09-25

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের শোক প্রকাশ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। গত মঙ্গলবার (২৪.০৯.২০২৪ খ্রি.) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনাব রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স ছিল ৬৮ বছর।

জনাব মুহাম্মদ আবদুল্লাহ বলেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে যেভাবে নিরলস কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার সাহসী উচ্চারণ দেশের মানুষের নিকট প্রশংসিত ছিলো। বারবার রাজরোষে পড়া সত্বেও রুহুল আমিন গাজী সর্বদা গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেননি।  

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।